Skip to main content

Posts

Showing posts from February, 2017

প্রতিবন্ধী শিশুদের রক্তশূণ্যতা তাদের উৎকর্ষতায় বাধা দেয়।

♬♬♬♬♬♬♬♬♬♬♬♬♬♬♬♬♬ ডাঃ আশীষ কুমার ঘোষ। শিশু ও শিশু রক্তরোগ বিশেষজ্ঞ। সহকারী অধ্যাপক। স্বাস্থ্য অধিদপ্তর। প্রেশনেঃ এনআইসিআর -এইচ। প্রতিবন্ধী শিশুদের রক্তস্বল্পতা বা এনিমিয়া খুবই সাধারণ ঘটনা। যদিও এই রক্তশূন্যতা তেমন চোখে পরে না ডেভলপমেন্ট স্পেশালিস্ট দের।  শিশুদের মা বাবাও এই রক্তস্বল্পতা চোখে পরে না । অথচ এই এনিমিয়া কে চিকিৎসা বা প্রতিরোধ করলে ঐ বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি দ্রুত ও বেশী হয়। এক গবেষণায় দেখা গেছে  বিশেষ শিশুদের এনিমিয়ার হার শতকরা ৬.৬ ভাগ। গ্লোবাল ডিলে বা অটিজমের শিশুদের ক্ষেত্রে এই হার একটু কম। বস্তুত এই হার কেও উপেক্ষা করার মত নয়! বিশেষ করে  সেরিব্রাল পালসি শিশুদের ক্ষেত্রে রক্তশূন্যতা  অনেক বেশী। গ্রীসের এক গবেষণা বলছে সেরিব্রাল পালসি তে রক্তস্বল্পতা ৩৩ -৩৮ %। এই সমস্ত শিশুদের প্রায় সবাই আয়রন অভাব জনিত রক্তশূণ্যতায় ভোগে। এসমস্ত শিশুদের কারোই ভিটামিন -বি বা ফলিক এসিডের অভাব নেই। সেরিব্রাল পালসির এই শিশুদের কারো খাদ্য নালীর রক্তক্ষরণ নেই বা কৃমি সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। এদের অনেকেই তরল খাবার খেয়ে থাকে।   একমুখী গবেষণায় দেখা গেছে  এই সকল অবিকশিত শিশ